Call

রেলওয়ে সিগন্যালে দুটি লাইট থাকে "উপরের লাইট" আর "নিচের লাইট". এই দুটি লাইট যেকোনো রঙের হতে পারে, কারন রেলওয়ে লাইটের রঙ দেখে না, বরং পজিসন দেখে, এটা উপরের না নিচের. উপরের লাইটটিও লাল হতে পারে. কোন সমস্যা নেই. দিনের বেলা লাল - সবুজ রঙ ভাল বোঝা/দেখা যায় তাই লাল - সবুজ রঙ ব্যবহার করা হয়, এটা by default .
দুটোতেই চাইলে সাদা লাইটও ব্যবহার করা যাবে, রেলগাড়ির চলতে একটুও অসুবিধা হবে না. কিন্তু যেকোনো একটা রঙ ব্যবহার করতেই হবে.
আর রাস্তায় লাল লাইট সবার উপরে , কারন রাস্তায় অনেক ছোট বড় সাইজের গাড়ি থাকে , তাই লাল লাইট এমন পজিশনে রাখা হয় যেন গাড়ির সাইজ যাই হোক না কেন, লাল লাইট জ্বললে , সেটা যেন ঠিক দেকতে পায় সবাই.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ