শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পবিত্র উশর সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে একাধিক পবিত্র আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে। মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা ইরশাদ করেন- وانفقوا من طيبات ماكسبتم ومـما اخرجنا لكم من الارض. অর্থঃ : “তোমরা তোমাদের উপার্জিত হালাল সম্পদ হতে এবং যা আমি তোমাদের জন্য যমীন হতে উৎপন্ন করিয়েছি তা হতে দান করো।” (পবিত্র সূরা বাক্বারা শরীফ : আয়াত ২৬৭) তিনি আরো ইরশাদ করেন- واتوا حقه يوم حصاده অর্থঃ : “ফসল কাটার সময় তার হক (পবিত্র উশর) আদায় করো।” (পবিত্র সূরা আনআম : আয়াত ১৪১)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ