Call

সম্মিলিভাবে উচ্চ স্বরে যিকির করা কিছু শর্ত সাপেক্ষে জায়েয। যথা : অতি উঁচু স্বরে যিকির না করা। অন্য কোন ইবাদাতকারীর ইবাদাতে বা ঘুমন্ত ব্যক্তির ঘুমে ব্যাঘাত সৃষ্টি না করা। রিয়া তথা লৌকিকতা না থাকা। উচ্চ স্বরে যিকির করাকে আবশ্যক মনে না করা ইত্যাদি। এসব শর্ত সাপেক্ষে উঁচু স্বরে যিকির করা জায়েয হলেও নীচু স্বরে যিকির করা উত্তম।- ফাতাওয়া শামী: ৬/৩৯৮, ফাতাওয়া বাযযাযিয়া আলা হামিশি হিন্দিয়া: ৩/৩৭৮, ফাতাওয়া মাহমূদিয়া: ৬/৫৬-৭০, জাওয়াহিরুল ফিকহ: ৪/৩১৫-৩১৮।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ