শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কুরআন মাজীদ হিফয করা ফরযে কিফায়া এবং অত্যন্ত সাওয়াব ও ফযীলতের কাজ। কাজেই কুরআন মাজীদ হিফয করার প্রয়োজনীয়তা অপরিসীম। কোন এলাকায় একজনও যদি হিফয না করে, তাহলে সকল এলাকাবাসী গুনাহগার হবে। এছাড়াও আরো অসংখ্য কারণে কুরআন মাজীদ হিফয করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অতীব জরুরী। কুরআন শরীফ হিফযের প্রয়োজনীয়তা যেহেতু অপরিসীম তাই হিফযের মাধ্যম হিফযখানা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও অপরিসীম।- ফাতাওয়া শামী: ১/৩৯, ফাতাওয়া বাযযাযিয়া আলা হামিশি হিন্দিয়া: ৬/৩৭৭, গুনইয়াতুল মুতামাল্লী: ৪৯৫, তিরমিযী শরীফ: ২/১১৮, ফাতাওয়া মাহমূদিয়া: ১২/৩২।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ