মুফাস্‌সিরগণকে কি কি শ্রেণীতে ভাগ করা যায়?
শেয়ার করুন বন্ধুর সাথে
mahfuz08

Call

মুফাস্‌সিরগণকে প্রধানত দু'শ্রেনীতে বিভক্ত করা হয়।

(এক) মুতাকাদ্দিমীনঃ
এরা প্রাচীন মুফাস্‌সিরিন, সাহাবায়ে কিরাম রা. ও তাবিঈন- এর যুগের মুফাস্‌সিরগণ এই শ্রেণীভুক্ত।

(দুই) মুতাআখ্‌খিরীনঃ
এরা পরবর্তী যুগের মুফাস্‌সিরিন, তাবিঈ-তাবিঈন ও তাদের পরবর্তীরা এই শ্রেণীভুক্ত।

 

সূত্রঃ
তাফসীরে মাযহারী, ১ খন্ড (জুন-১৯৯৭), ভূমিকা,
লেখকঃ কাযী মুহাম্মদ ছানাউল্লাহ পানীপথী (রাঃ)
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ