শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অপরাধের সহযোগী বলতে এমন ব্যক্তিকে বুঝায় যিনি প্রত্যক্ষভাবে কোন অপরাধজনক কার্যসম্পাদনে অপর আসামীর সাথে অংশগ্রহণ করেছেন বা সহযোগিতা করেছেন। অর্থাৎ যেই ব্যক্তি অপরাধজনক কার্যে আসামীকে সাহায্য বা সহযোগিতা করে তাকে দুষ্কর্মের সহযোগী বা অপরাধের সহযোগী বলে। যদিও সাক্ষ্য আইনে অপরাধের সহযোগীর কোন সংজ্ঞা প্রাদান করা হয় নাই, তবুও বিভিন্ন মামলার নজীরে প্রতিষ্ঠিত হয়েছে যে, দুষ্কর্মদ্বারা অর্জিত সম্পত্তি যারা গ্রহণ করে (যেমন চোরাই মাল) তারাও দুষ্কর্মের সহযোগী বলে বিবেচিত হয়। যে ঘোষ খায় সে অপরাধী, যে ঘোষ দেয় সে সহযোগী অপরাধী। অপরাধ করার পুর্বে বা পরে যারা সহযোগিতা করে তারাও সহযোগী অপরাধী। তবে মৃত্যুর ভয় দেখিয়ে যাকে দিয়ে অপরাধমূলক কাজ করানো হয় তাকে অপরাধের সহযোগী বলা যায়না। তেমনি জোর করে ঘোষ আদায় করলে ঘোষ দাতাকে সহযোগী অপরাধী বলা যায় না। সাক্ষ্য আইনের ১৩৩ ধারা মতে অপরাধের সহযোগী অপর সহ-আসামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে এবং তার সাক্ষ্যের ভিত্তিতে আসামীকে শাস্তি প্রদান করলে তা অবৈধ হবেনা। অর্থাৎ এখানে সহ-আসামী ফৌজদারী কার্যবিধির ৩৩৭ ধারা অনুযায়ী রাজসাক্ষী হিসাবে বিবেচিত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ