শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

২০১৪ সালের জন্য সরকারি ছুটি ২২ দিন রেখে ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ২০১৪ সালে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি আট দিন। তবে এর মধ্যে ছয় দিন শুক্র ও শনিবার পড়ায় প্রকৃত ছুটি দাঁড়াবে ১৬ দিন। এই ছুটি বেসরকারি প্রতিষ্ঠানের জন্যও প্রযোজ্য হবে। মন্ত্রিপরিষদের সচিব বলেন, তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চাইলে এর বাইরে তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। ২০১৩ সালেও সরকারি ছুটি ছিল ২২ দিন। এর মধ্যে চার দিন ছিল শুক্রবার। প্রতিবছর ধর্ম মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে ছুটির তালিকা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য নেয়া হয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ