শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

এর সঠিক ব্যাখ্যা এখনও পাওয়া না গেলেও ধারণা করা হয় পানির উপর দিয়ে বাহিত শক্তিশালী ঝড়ো বাতাস এই প্রাণিদের তুলে নেয় এবং কয়েক মাইল উপরে তুলে ফেলে। তবে এমন ঘটনা কখনও দেখা যায়নি বা বৈজ্ঞানিকভাবে পরীক্ষাও করা হয়নি। অনেক সময় প্রাণিরা পতন থেকে বেঁছে যায় যা থেকে বোঝা যায় তারা আকাশে উড়ার সময় বেশি পায়নি!! তবে প্রাণিদের উথান প্রত্যক্ষ করা না গেলেও পতন (বৃষ্টির মাধ্যমে) অনেকেই স্বচক্ষে দেখেছেন। তারা বলছেন শারিরীকভাবে সুস্থ দেখালেও তাদের আতংকিত দেখায়। কখনো আবার এরা জমে মরে যায় বা সম্পূর্ণ বরফাবৃত থাকে। অনেক সময় অক্ষত শরীরের বদলে দেহের খণ্ডবিখণ্ড অংশ দেখা যায়। শক্তিশালী বায়ুপ্রবাহের ঝড় বিশেষ করে টর্নেডোর পরে অনেক সময় প্রাণী (বা প্রানীখণ্ড!) বৃষ্টি হতে দেখা যায়। ফ্রেঞ্চ পদার্থবিদ André-Marie Ampère এর মতে অনেক সময় ব্যাঙ ইত্যাদি (একটা দিয়েই ইত্যাদি!!!) যুথবদ্ধভাবে একসাথে চলাচল করে। আর সেই সময় সবল কোন ঝড়ের কবলে তারা অনিচ্ছাকৃতভাবে আকাশে উঠে অনেক দূর পর্যন্ত ভ্রমণও করে! সাম্প্রতিক সময়ে কিছুটা বৈজ্ঞানিক ধাঁচের একটি উত্তর প্রস্তাব করা হয়েছে। এর মূলে আছে waterspout (ফানেল আকৃতির মেঘের মত দেখতে স্তম্ভাকার পানিপৃষ্ঠের উপর তীব্র ঘূর্ণি)। এ ঘটনার দ্বারা হালকা প্রাণির ব্যাখ্যাযোগ্য। তবে কেন নির্দির্ষ্ট একটি ঘটনায় একটি মাত্র প্রজাতির প্রাণী পতিত হয় তা একেবারেই ব্যাখ্যাতীত। waterspout এর ব্যাখ্যাটাও প্রত্যক্ষ করা যায়নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ