শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আফ্রিকার গভীর বনে পর্যটকেরা খোলা জিপে নির্ভয়ে ঘুরে বেড়ান, বাঘ-সিংহ তাঁদের কখনো আক্রমণ করে না। সুন্দরবনে অবশ্য জিপে ঘুরে বেড়ানোর সুযোগ কম। তবে জাহাজে বেড়ানো যায়। কখনো জাহাজে বাঘ আক্রমণ করে না। অথচ দু-চারজন মানুষকে একা পেলে বাঘ-সিংহ এক মুহূর্ত চিন্তা না করে ঝাঁপিয়ে পড়ে। এটা হলো শিকারের মনস্তত্ত্ব। মানুষ বা হরিণ তাদের জন্য ঠিক আছে। কিন্তু গাড়ি বা জাহাজের মানুষকে শিকার হিসেবে ভাবলেও, ওসবকে আক্রমণ করে সামলাতে পারবে কি না, সেটা ওরা আগে ভেবে দেখে। কারণ, গাড়ি যে নিষ্প্রাণ, তা তো ওরা বোঝে না। নিজেদের শরীরের চেয়ে বড় আকারের কোনো শিকারের সঙ্গে লড়তে যাওয়া বোকামি, এটা বাঘ-সিংহও বোঝে। বাঘ বা সিংহ যেকোনো শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার আগে ঘাড় ফুলিয়ে নিজেদের শরীরকে বড় করে দেখানোর চেষ্টা করে, সেটাও ওই একই মনস্তত্ত্ব। শত্রুর চেয়ে নিজেকে বড় আকৃতির দেখিয়ে কাবু করার চেষ্টা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ