HCL একটা পোলার যৌগ। এটি কেউ যদি ব্যাখ্যা করে দেয় উপকার হবে।        
Share with your friends
MR Hossain

Call

হাইড্রোজেন ও ক্লোরিন পরস্পরের ইলেক্ট্রন শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন ক্লোরাইড (HCl) গঠিত হয়। সাধারণত সমযোজী যৌগ পোলার হয়। কিন্তু হাইড্রোজেন ও ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হওয়ায় ক্লোরিন বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। ফলে হাইড্রোজেন আংশিক ধনাত্মক ও ক্লোরিন আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়। অর্থাৎ HCl যৌগে হাইড্রোজেন ও ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে HCl যৌগ পোলার হয়।

Talk Doctor Online in Bissoy App