শেয়ার করুন বন্ধুর সাথে

Call

প্রাপ্ত জিপিএ পয়েন্ট থেকে ২ পয়েন্ট বাদ দিয়ে বাকী পয়েন্ট অন্য বিষয়ে যুক্ত হবে। যেমনঃ অতিরিক্ত বিষয়ে জিপিএ ৫.০০ পেলে জিপিএ ৩.০০ মূল বিষয়ে যুক্ত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাধারণ বিষয়ের জন্য % এ পয়েন্ট 

০ - 32 = 0

33 - 39 = 1

40 - 49 = 2

50 - 59 = 3 

60 - 69 = 3.5

70 - 79 = 4

80 - 100 = 5

এসএসসির জন্য চতুর্থ বিষয়ে যত % এ যত পয়েন্ট 

০০ - 49 = 0 পয়েন্ট 

৫০ - ৫৯ = 1 পয়েন্ট 

60 - 69 =1.5 পয়েন্ট 

70 - 79 = 2 পয়েন্ট 

80 - 100 = 3 পয়েন্ট।

অর্থাৎ প্রাপ্ত জিপিএ পয়েন্ট থেকে ২ পয়েন্ট বাদ দিয়ে বাকী পয়েন্ট যোগ করা হবে।

অন্যদিকে জেএসসিতে 3 পয়েন্ট বাদ দিয়ে যোগ করা হয়।

এখন সাধারণ বিষয়ের মোট ৯ টি বিষয়ে ধরেন 40 পেলেন 

চতুর্থ বিষয়ে পেলেন 3।

সুতরাং আপনার জিপিএ 43 ÷ 9 = 4.78

এসএসিতে ১০ টি বিষয়। তবে চতুর্থ বিষয়ের সংখ্যা যোগ করা হয়না বরং শুধু পয়েন্ট যোগ করা হয়।


আশা করি বুজতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ