Call

এসব খবর পান কোথায় আপনারা? আপনার কমন সেন্স কি বলে? কে কোন বিষয়ে কত নম্বর পেল এটা তো কেবল সেই শিক্ষকই জানেন। অন্য কেউ জানেন না। এমনকি সেই শিক্ষকও জানেন না আপনি নৈর্ব্যক্তিকে কত নম্বর পেলেন। সবশেষে মোট প্রাপ্ত নম্বর একজন ডাটা এন্ট্রি অপারেটর কেবল একটি এক্সেল শিটে টাইপ করেন। এবং যেখানে টাইপ করেন সেখানে বিভিন্ন লজিক দিয়ে প্রোগ্রামিং করা থাকে সেই প্রোগ্রামিং এর মাধ্যমে একজন ছাত্রের উত্তীর্ন আর অনুত্তীর্নের ফলাফল চলে আসে। একজন ছাত্র যদি তার অতিরিক্ত বিষয়ে গ্রেড পয়েন্ট ২ এর অধিক পান তবে কেবল সেই অতিরিক্ত পয়েন্ট তার মোট জিপিএ গণনার সময় বিবেচ্য হয়। যদি কোন ছাত্র অতিরিক্ত বিষয় বাদেই জিপিএ ৫ পেয়ে যান তখন তারটাও বিবেচনায় আসে না। প্রোগ্রামিংটা আসলে সেভাবেই করা। এই সম্পূর্ণ প্রক্রিয়ার মাঝেতো কোথাও খুজে পেলাম না যে এক বিষয়ের বা অতিরিক্ত বিষয়ের নম্বর অন্য আর একটি বিষয়ের রিকভারি হিসেবে কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App