তাদের ফলাফল ফেলের সংখ্যা উপস্থিত হয়ে ফেল করা শিক্ষার্থীদের সাথে যোগ করা হয়?

অর্থাৎ ধরে কোনো বছর ৪% পরিক্ষার্থী পরিক্ষা দেয়নি। এবং অন্যান্য ভাবে ফেল করেছে ১৮% পরিক্ষার্থী। তাহলে পরিক্ষা না দেওয়া শিক্ষার্থীদের সংখ্যা যোগ হয়ে ফেলের হার ২২% হবে নাকি ১৮% ই হবে?


Share with your friends
Call

রেজিস্ট্রেশনের সাথে উত্তীর্ণ আর অনুত্তীর্ণের শতকরা হার নির্ণয়ে কোন সম্পর্ক নেই। তবে সম্পর্ক রয়েছে ফর্ম ফিলআপ এর সাথে। ফর্ম ফিলআপ করেও যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না এবং অনুত্তীর্ণ শিক্ষার্থী এতদুভয়কে অনুত্তীর্ণ বিবেচনা করা হয়। ধরেন, মোট ফিলআপ করা পরীক্ষার্থী সংখ্যা ১০০ জন। তার মধ্যে ৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, ২ জন কিছু পরীক্ষায় অংশগ্রহণ করে পরে যে কোন কারণেই হোক বাকি পরীক্ষা সম্পন্ন করতে পারেননি, আর ফলাফল প্রকাশের পর দেখা গেল ১১ জন অনুত্তীর্ণ। সুতরাং শতকরা উত্তীর্ণ আর অনুত্তীর্ণের হার হবে নিম্নরুপ।

উত্তীর্ণঃ {(১০০-৩-২-১১)/১০০}x১০০={(৮৪)/১০০}x১০০=০.৮৪x১০০=৮৪%
অনুত্তীর্ণঃ (১০০-৮৪)%=১৬% অথবা {(৩+২+১১)/১০০}x১০০={(১৬)/১০০}x১০০=০.১৬x১০০=১৬%
আশা করি বুঝতে পেরেছেন। 
ধন্যবাদ
Talk Doctor Online in Bissoy App