শেয়ার করুন বন্ধুর সাথে
NHNobin

Call

দুধের সাথে চিনি মিশিয়ে সাধারন তাপমাত্রায় ১-২ দিন রাখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

টক দই বানানোর নিয়ম: উপকরণ তরল দুধ ১ লিটার। পুরাতন টক দই ১/৪ কাপ। পদ্ধতি দুধ ফুটে ওঠা পর্যন্ত জ্বাল দিন। নাড়তে হবে সারক্ষণ যেন সর না বসে। এক দুবার ফুটে আসলে নামিয়ে নিন। তারপর দুধ ঠাণ্ডা করতে হবে কিছুটা। আঙুলে গরম সহ্য হয় এমন অবস্থায় এনে পুরাতন দই এতে ভালোভাবে মিশিয়ে ওভেনে ১৩০ ডিগ্রিতে ৩০ মিনিট বেইক করতে হবে। অথবা চুলায় প্যানের উপর দইয়ের বাটি বসিয়ে আধা আঙুল সমান পানি দিয়ে অল্প আঁচে ৩০ মিনিট জ্বাল দিতে হবে। এরপর ঠাণ্ডা না হওয়া পর্যন্ত হাঁড়িতেই রেখে দিন। চুলায় দই বানালে ঢাকনা দিয়ে প্যান ঢেকে দিতে হবে। দই ঠাণ্ডা হলে নামিয়ে ফ্রিজে রেখে দিন। তথ্যসূত্র: bdnews24

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ