Jamiar

Call

এরকমটা হতে পারে শারীরিক দুর্বলতার কারনে এছাড়াও অন্যান্য ঔষধের সাইট ইফেক্ট এর কারনেও এরকম বমি ভাব হতে পারে অথবা গ্যাস্ট্রিক এর কারনেও বমি ভাব বা বমি হওয়া বা ঢেকুর আসতে পারে। তাই আপনি চিকিৎসক এর পরামর্শে  । 

  • tab. pantonix 20mg 1+0+1 
  • tab.Don A 10 mg 1+1+1 
উক্ত ঔষধ গুলো খাবার আগে ৩ দিন খেয়ে দেখুন সব ঠিক হবে।আর হ্যা ভাজাপোড়া, তেলেভাজা, বাজারের বাশি খাবার ও খোলা খাবার খাবেন না। খাবারে লেবু রাখুন বা বমি ভাব হলে লেবু চুসে খাবেন বা। বমি ভাব হলে লেবুর পাতা বা জাম্বুরা গাছের পাতা ছিরে নাক দিয়ে শ্বাস নিবেন।তাহলে ইনশাআল্লাহ বমি ভাব চলে যাবে।।
ধন্যবাদ। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ