Call

এখানে ৩ টা আলাদা আলাদা বিষয় আছে। 

  1. আপনি যদি ফেসবুকে কাউকে ইচ্ছা কৃত ভাবে ব্লক দিতে চান তাহলে সার্চ বার এ যেয়ে সেই ব্যাক্তির আইডি নাম দিয়ে সার্চ করলে সেই ব্যাক্তির আইডি পাবেন তখন সেই ব্যাক্তির আইডিতে যেয়ে ব্লক অপশন এ যেয়ে ব্লক করে দিতে পারবেন। 
  2. যদি আপনি কোন গ্রুপ এর মোডারেটর বা এডমিন হন তাহলে গ্রুপ এর মেম্বার লিস্ট এ যেয়ে সেই ব্যাক্তির আইডির নাম দিয়ে সার্চ করলে। আইডি চলে আসবে তখন তাকে ব্লক দিয়ে দিবে।
  3. আপনার ফ্রেন্ড লিস্ট এ থেকে যদি কাউকে ব্লক দিতে চান।  তাহলে আপনার ফ্রেন্ড লিস্ট এ যেয়ে সেই আইডি টি খুঁজে নিয়ে ব্লক করে দিন।

ধন্যবাদ বিস্ময় এর সাথেই থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যাকে রিমুভ করবেন তার নাম দিয়ে সার্চ দিবেন তারপর তার পৌফাল ঢুকে রিমুভ করতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ