Arman

Call

এসএসসি পরীক্ষায় ইংরেজি রাইটিং পার্ট ভালো করার জন্য যেকোনো বই কে ফলো করলেই ভালো রেজাল্ট করা সম্ভব।

তারপরও কিছু বই  বা গাইড ভালো মানের হয়ে থাকে 

যেমন , অ্যাডভান্সড learners, রয়েল গাইড ,ইত্যাদি গাইড বই ।

রয়েল গাইড মোটামুটি সবাই ব্যবহার করে থাকে ।

কারণ এখানে আছে অর্থসহ প্যারাগ্রাফ ও অন্য রাইটিং পার্ট । তাছাড়াও প্যারাগ্রাফটা অন্য রাইটিং পার্ট অনেক সহজ করে লেখা এবং ইম্পর্তন্ট ভোকাবুলারি নিচে দেওয়া থাকে।


 মূলত আপনার আগ্রহ এবং পদ্ধতি ই হল আসল, তাই আপনি যেকোনো বই ফলো করলেই রাইটিং পার্ট ভালো করে শিখতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Pori Moni

Call

Advance Learners এবং Model Learners দুটি বই ই আমি পড়েছি ৷ আমি Advance থেকে Model Learners কে এগিয়ে রাখবো ৷ কারণঃ Model Learners এ যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা ক্লাসের শেষ রোল যার তার কাছেও শব্দগুলো খুবই পরিচিত মনে হবে ৷ এতে বুঝা যায় সে কোন না কোন ভাবে শব্দগুলোর সাথে আগেই পরিচিত ৷ যার কারণে পড়তে, মনে রাখতে বেশি কার্যকর হবে ৷ তাছাড়া আরেকটি ভালো দিক সেটা হলো এতে পাবেন "বাংলা অনুবাদসহ" ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ