Ronu

Call

ওয়েব ডেভেলাপমেন্ট এর নিচের কনফিগারেশন এর পিসি প্রয়োজনঃ

  • প্রসেসর হিসেবে core i5 8th gen নিতে পারেন। ভালোই মোটামুটি সিপিইউ স্পিড পাবেন। 
  • 1 TB HDD (Internal) প্রয়োজন। ভারি কাজ করতে কিছু ল্যাগ করতে পারে। (প্রয়োজনে স্টোরেজের জন্যে External HDD কিনে নিতে পারেন।)
  • র‍্যাম হিসেবে 4gb সাধারণ কাজের জন্যে তবে 8gb প্রয়োজন। 
  • গ্রাফিক্স কার্ড হিসেবে 2gb হলেই মোটামোটি কাজ হয়ে যাবে। 
এই বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে হলে ৪০,০০০-৫০,০০০ প্রয়োজন। আপনার উল্লিখিত বাজেটে নরমাল কাজের পিসি পাবেন। ল্যাপটপ নিতে হলে কিছু ল্যাপটপ কমে পেয়ে যাবেন। Dell Ipspiron 15 ল্যাপটপটি মোটামুটি ভালোই। কিনতে পারেন।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ