এরকম প্রায়ী হয় ।যা ১০/২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Rubidium

Call

এটি বিভিন্ন কারণে হয়ে থাকে।যেমন হাতের রক্তচাপ বেড়ে গেলে,রক্ত স্বল্পতা দেখা দিলে,নার্ভের কোন সমস্যা হলে,হাতের টেনডন বা লিগামেন্টে টান ধরলে হয়।তাছাড়া নার্ভের ভিতর পটাশিয়াম ও ক্যালসিয়ামের ঘাটতি হলেও এমনটা হয়।আপনি হাতের ব্যয়াম করবেন।হাত মুষ্টি করে ছেড়ে দেওয়া এই ব্যয়াম প্রতিদিন চল্লিশ বার করে দিনে তিনবার করুন।প্রতিদিন ক্যালসিয়াম ও পটাশিয়াম সম্মৃদ্ধ খাবার খান।যেমন ডিম,দুধ,কলা ও আপেল।বেশি করে পানি খান।হাতে ভারি জিনিস বহন করবেননা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ