Ronu

Call

হ্যা, আপনি নতুন Gamil account create করতে পারবেন। তবে কিছু সমস্যা হতে পারে। তবে ট্রাই করে দেখতে পারেন। কীভাবে Gmail account create করবেন। 

  • Gmail অ্যাকাউন্ট খুলতে এই লিংকে যান। Creare an Account এ ক্লিক করুন। 
  • সেখানে আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিন।এবার আপনার ইমেইল ঠিকানা কি দিতে চান সেটা দিন।তবে,তাতে নতুনত্ব থাকতে হবে।তারা নির্দেশ করবে আপনার ইমেইল এড্রেসটি তৈরি করার উপযুক্ত কিনা। এবার আপনার ইমেইলের জন্যে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন, যেটা অন্য কেউ চিন্তা ভাবনা করে বের করতে পারবেনা।
  • অতঃপর Next page এ ক্লিক করুন।নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
  • আপনার জন্ম তারিখ, জেন্ডার আর ফোন নাম্বার দিয়ে দিন। 
  • এরপর আপনাকে একটি ক্যাপচা কোড লিখতে বলবেন, চাইলে লিখতে পারেন,আর না চাইলে এর উপরে থাকা টিক বক্সে টিক দিন।এতে অবশ্য ভেরিফিকেশনের জন্যে আপনার মোবাইলে একটি কোড পাঠাতে পারে, আবার নাও পারে।এরপর নিচে টার্মস এবং প্রাইভেসি পলিসিতে টিক দিয়ে Next step লেখায় ক্লিক করুন। 
  • তার পর Gmail create করার জন্যে new account এ mail পাবেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যদি জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান সব থেকে ভালো সাজেশন হলো আপনি ইউটিউব ভিডিও দেখুন ইউটিউবে গিয়ে জিমেইল নিউ একাউন্ট লিখে সার্চ দিলেই কিভাবে জিমেইল একাউন্ট খুলতে হয় অনেকগুলো ভিডিও আসবে একটি সিলেক্ট করে দেখুন বিস্তারিত সব পাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ