Call

প্রেশার হচ্ছে শরীরের রক্ত গুলো শিরা উপশিরা দিয়ে প্রবাহের গতিমাত্রার ফলে শিরা উপশিরা উপর যে চাপ প্রয়োগ করে সেটাই প্রেশার।

এ প্রেশার নরমাল হচ্ছে  ১২০/৮০। 

এর উপরে মানে ১৪০/৯০ হলে হাই প্রেশার। মানে রক্ত চলাচল অস্বাভাবিক গতি বৃদ্ধি। যার ফলে মাথা ঘোরানো। ঘাড় ব্যাথা। মাঝে মাঝে জ্ঞান হারাতে পারে। 

এর কম হলে মানে ৭০-১০০/১১০ এরকম হলে একই রকম হতে পারে সেক্ষেত্রে শরীর দুর্বল। ঘাড় ব্যাথা সহ শারীরীক সমস্যা হতে পারে। 

তাই সব সময় একটা নিয়মতান্ত্রিক তথা নরমাল ১২০ /৮০এর মাঝে থাকা জরুরী

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রেশার বা রক্তচাপ হচ্ছে , রক্ত যখন রক্তনালিকা দিয়ে চলাচল করে তখন নালিকার উপর যে চাপ প্রয়োগ করে সেটাই প্রেশার।

রক্তচাপ মানুষের জীবন সচল রাখার জন্য অপরিহার্য ভুমিকা পালন করে । এর অতিমাত্রায় কম বা বেশী হলে মৃত্যুর কারন হতে পারে ।

প্রশার কম হলে মাথা ঘোড়ানে, ঘাড় ব্যাথা, অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি হতে পারে। অতিরিক্ত কমে গেলে ব্রেন সহ সকল গুরুত্বপূর্ণ অঙ্গে রক্ত সরবরাহ হবে না ফলে অঙ্গগুলো ড্যামেজ হবে। ব্রেন এ একটা নির্দিষ্ট সময় রক্ত চলাচল করতে না পারলে চিরস্থায়ী ভাবে স্নায়ু তন্ত্র মারা যায় ফলে মানুষ ও মারা যায়।

প্রেশার বেড়ে গেলেও সমস্যা, লক্ষণ গুলি প্রায় একই রকম হয়ে থাকে । খুব বেশি হলে মস্তিষ্কের ভিতর রক্তনালিকা ছিড়ে রক্তক্ষরণ হতে পারে যাকে স্টোক বলে। এতে মৃত্যু ও ঘটতে পারে ।


উল্লেখ্য যে, মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে ১০০-১৪০/৭০-৯০ মিলি (মার্কারি) গড়ে ১২০/ ৮০ মিলি (মার্কারি ) ধরা হয় ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ