Unknown

Call

কত নিঝুম পথ ঘুরে গা ছমছম দুপুরে, আমি ঘুরছি সবুজে যেন জঙ্গল বুক ঘুরে । আছে বাঘিরা আর মোগলি এই জঙ্গলে ডেন তার । যদি হামলে পড়ে শেরখান তবু টানছে অ্যাডভেঞ্চার ।

কোথায় মজা? কোথায় বিপদ?

ছুটুক ছুটুক, ছুটির গাড়ি । ধুলো উঠুক, দূরের পারি । হয়তো দামাল হাতির দল আটকাবে পথ হঠাৎ । নেকড়ে পেলেই শানাবে, সবচেয়ে ধারালো দাঁত । সেইখানে যাবে জোজো তবেই না বাজিমাত । ছুটুক ছুটুক, ছুটির গাড়ি । ধুলো উঠুক, দূরের পারি ।

Talk Doctor Online in Bissoy App