খুব সহজ। প্রতিটি দেয়ালের আয়তন আলাদা আলাদা বের করে তারপর যোগ করেন। তাহলে হবে। আয়তন মানে দৈর্ঘ্য, প্রস্হ ও উচ্চতার গুনফল। এক্ষেত্রে যদি ৪ টি দেয়াল সমান আকৃতির তাহলে ১ টির বের করে ৪ দিয়া গুন দিলে হবে। অংক করে দেখানো লাগবে না। এখন দেখেন পারবেন। দৈর্ঘ হলো এক মাথা থেকে আরেক মাথা,প্রস্হ বা বেধ হলো মোটা বা চওড়া টা, আর উচ্চতা ত বুঝেন ই লম্ববা টা। আয়তন ঘন দিয়ে প্রকাশ করে। যে এককে করবেন সাথে ঘন শব্দ টা দিবেন। ধরুন মিটারে নিলে হবে ঘনমিটার। তদ্রূপ সেঃ মিঃ করলে ঘন সেঃ মিঃ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ