শেয়ার করুন বন্ধুর সাথে

রাসূলুল্লাহ সা. বলেছেন, ‘যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, সে আমাকেই দেখল। কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না। আর যে ব্যক্তি আমার ওপর মিথ্যাচার করল, সে তার দোজখের আসন গ্রহণ করল।' –সহিহ বোখারি, হা. নং ১১০ অন্য আরেক হাদিসে ইরশাদ হয়েছে, 'যে আমাকে স্বপ্নে দেখল, শিগগিরই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণেই দেখল। আর শয়তান আমার রূপ ধরতে পারে না।' –সহিহ মুসলিম, হা. নং ২২৬৬ সত্যি কথা বলতে কি নবীজি সা.কে দেখার কোন সুনির্দিষ্ট আমল নেই। তবে কোনো কোনো আলেম বলেছেন, নবী করিম সা.কে স্বপ্নে দেখতে হলে করণীয় হলো- সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া, তার সুন্নতসমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হওয়া। তাহলে আশা করা যায় নবী করিম সা.কে স্বপ্নে দেখা সম্ভব। তাছাড়া বেশি বেশি দরুদ পাঠ করা। অজু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা। শেষ রাতে উঠে তওবা করা ইত্যাদি এর জন্য সহায়ক। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ