শেয়ার করুন বন্ধুর সাথে

আহলে হাদিসরা হচ্ছে কোরআন ও হাদিসের বিশুদ্ধ অনুসারী । তারা ইসলাম পালনে কোনো মাযহাব অনুসরন করেনা।  হানাফি মাযহাবের লোকেরা ইমাম হানাফিকে অনুসরন করে।  এভাবে শাফেয়ী, মালেকি, হাম্বলিরা ইমাম শাফেয়ী, মালেকি, হাম্বলিকে অনুসরন করে। কিন্তু আহলে হাদিসদের মত অনুসারে মুহাম্মদ (স.) সর্বউওম আর্দশ।  আহলে হাদিসদেরকে মুহাম্মদি বলা হয়ে থাকে। যার অর্থ মুহাম্মদকে অনুসরন করা। এটা কোনো আলাদা মাযহাব নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ