কেউ দয়া করে সুরাটি দেন
শেয়ার করুন বন্ধুর সাথে

আমার জানা মতে আহাদনামা নামে কোন সূরা পবিত্র কুরআনে নেই। তবে এ নামে একটি দুআ বিভিন্ন বইয়ে পাওয়া যায় যার ব্যাপারে মতামত হলো- এসব দুআর কোন অস্তিত্ব কুরআন ও হাদীসের কোথাও নেই। বাকি কিছু শব্দ কুরআন ও হাদীসে রয়েছে। আর কিছু বিষয় যার অর্থ সঠিক। তাই এসব ‍দুআ পড়া অনুচিত বরং হাদীসে বর্ণিত দুআ পড়াই নিরাপদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ