ভাল বলতে 'কপাল' এবং ভালো বলতে 'উত্তম' বোঝানো হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • 'ভাল' শব্দের অর্থঃ
  1. ললাট।
  2. কপাল।
  3. ভাগ্য।
  4. অদৃষ্ট।
  • 'বাল' শব্দের অর্থঃ
  1. বালক।
  2. ছেলে শিশু।
  3. কিশোর।
  • 'বালা' শব্দের অর্থঃ
  1. বালিকা।
  2. মেয়ে শিশু।
  3. কিশোরী।
  • 'ভালো' শব্দের অর্থঃ
  1. উত্তম (ভালো খবর/জিনিস)।
  2. শোভন (ভালো ব্যবহার)।
  3. কল্যাণকর (ভালো কাজ)।
  4. সৎ, সুশীল (ভালো মানুষ)।
  5. দক্ষ, অভিজ্ঞ (ভালো শিল্পী)।
  6. উৎকৃষ্ট (ভালো মধু)।
  7. মেধাবী (ভালো ছাত্র)।
  8. সুস্থ (ভালো স্বাস্থ্য)।
  9. শুভ (ভালো দিন)।
  10. চড়া (ভালো দাম)।
  11. প্রকৃত (ভালো নাম)।
  12. অধিক কার্যকর (ভালো কলম)।
  13. শুভ, হিতকর (ভালো উপদেশ)।
  14. নীরোগ, সুস্হ (ভালো শরীর)।
  15. সৎ (ভালো লোক)।
  16. নিরীহ (ভালো মানুষ)।
  17. দক্ষ, পটু (ভালো মিস্ত্রি)।
  18. নিরাপদে (ভালোয় ভালোয় পৌঁছতে পারলে বাঁচি)।
  • (ধন্যবাদ)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ