Call

★শঙ্খচিল ★শঙ্খনীল। ★মৃত্যুপুরী। ★মৃত্যুপথযাত্রী।

Talk Doctor Online in Bissoy App

Call

ঙ্খ=পঙ্খিরাজ,ময়ূরপঙ্খি । ত্যু=পত্যুপকার,প্রত্যুষ ।

Talk Doctor Online in Bissoy App
  • ঙ্+খ=ঙ্খ=শঙ্খ, শঙ্খচূড়।
  • শঙ্খঃ অগভীর সমুদ্র বা স্বাদুজলের তলদেশে ও কখনো কখনো ডাঙায় বিচরণ করে এবং সমস্ত শরীরকে কঠিন খোলসের মধ্যে গুটিয়ে ফেলতে পারে এমন অত্যন্ত ধীর গতিসম্পন্ন উভচর প্রাণী বা বৃহদাকার শামূকজাতীয় সামুদ্রিক প্রাণীবিশেষ বা তার কঠিন খোলসকে শাঁখ, কম্বু বা শঙ্খ বলে।
  • শঙ্খচূড়ঃ ঝোপঝাড়ে বিচরণ করে এবং ইঁদুর, পাখি প্রভৃতি খেয়ে জীবনধারণ করে এমন চ্যাপ্টা গোলাকৃতি মাথা ও গাঢ় বাদামি রঙের অতিশয় দীর্ঘ (দীর্ঘতম) বিষধর সাপ যার ফণায় গরুর খুরের মতাে চিহ্ন থাকে, তাকে রাজসর্প, পদ্মগোখরা বা শঙ্খচূড় (king Cobra) বলে।
  • ত্+য+উ-কার=ত্যু=মৃত্যু, মৃত‍্যুদন্ড, প্রত‍্যুষ।
  • মৃত্যুঃ প্রাণী, উদ্ভিদ বা জীবদেহের যাবতীয় ক্রিয়াকর্মের অনিবর্তনীয় অবসানকে মরণ, প্রাণত্যাগ, জীবনাবসান বা মৃত্যু বলে।
  • মৃত্যুদণ্ডঃ গুরুতর অপরাধের শাস্তিস্বরূপ প্রাণদণ্ডের বিধানকে মৃত্যুদণ্ড বলে।
  • প্রত্যুষঃ সূর্যোদয়ের সময়কে প্রভাত, উষা, ভোর বা প্রত‍্যুষ বলে। ধন্যবাদ।
Talk Doctor Online in Bissoy App