শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এটা নির্ভর করছে আপনি Photoshop এর কোন ভার্সন ব্যবহার করছেন আর কোন ধরণের ছবি নিয়ে কাজ করছেন। আপনি যদি Photoshop এর পুরনো ভার্সন নিয়ে কাজ করেন (CS 5/ 6 এর আগের ভার্সনগুলো), আর যেসন ছবি নিয়ে কাজ করবেন সেগুলো যদি খুব বড় মাপের না হয় তাহলে সাধারণ Dual Core PC তে ও কাজ চালানো যাবে। কিন্তু আপনি যদি Photoshop CS5 কিংবা CS6 এর মত ভারী ভার্সন ব্যবহার করেন আর যেসব ছবি নিয়ে কাজ করবেন সেগুলো যদি High Resolution এর হয় তাহলে আপনাকে শুরু করতে হবে Core i3 Configuration এর ডেস্কটপ দিয়ে। আর এর চাইতে যত বেশি হবে ফলাফলও তত ভাল পাবেন। কারণ ছবিতে যদি কোন Effect দেন সেটা দ্রুত প্রসেস করতে হলে পিসি শক্তিশালী হতে হবে। তা না হলে হয় পিসি হ্যাং করবে অথবা বেশি সময় লাগবে কমান্ড নিতে। তবে সাধারণ কাজের জন্য আমার মতে Core i3 processor, 4 GB RAM হলেই চলে। গ্রাফিক্স কার্ড থাকলে তো আরো ভাল। তবে না হলেও কাজ চালিয়ে নেয়া যায়। আর এসব কাজের জন্য নূন্যতম Photoshop CS5 Version টি হলে ভাল হয়। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ