Call

এ ধরনের দোকান কোন শিক্ষা প্রতিস্ঠানের কাছাকাছি নিলে ভাল হয়। ★দোকানে লাইব্রেরিয়ান জিনিস পত্র যেমন খাতা, কলম, দরকারি কাগজপত্র, ডাইরি, মার্কার, পেন্সিল বক্স, ইত্যাদি রাখবেন, ★ছবি প্রিন্ট, বিভিন্ন কাগজ পত্র প্রিন্টের কাজ করবেন। ★কম পরিমানে হলেও সকল ধরনের জিনিস রাখুন যেন কোন কাস্টমার ফেরত না জায়। ★অনলাইনে কাজের পাশাপাশি আপনি অফিস প্রোগ্রামের কাজ করুন। যেমন: CV , প্রশংসা পত্র, প্রত্যয়ন পত্র, খেলার টাইশুট, বিভিন্ন চিঠি পত্র ইত্যাদি তৈরির কাজও করুন। (এর জন্য সুন্দর সুন্দর ফরমেট নিয়ে কাজ করুন)। ★অনেক লোক এসে ২ নাম্বারি কাজ করাতে পারে। যেমন: কোন প্রভাবশালী লোক আপনাকে টাকার লোভ দেখিয়ে বলবে জন্ম নিবন্ধন কার্ডের ডেট চেঞ্জ করতে বা নাম সংশোধন করতে। এগুলা করা থেকে বিরত থাকুন এগুলো দণ্ডনীয় অপরাধ। ★সবসময় দোকানে নিয়মিত হন। কোন দরকারি কাজ ছাড়া দোকান বন্ধ রাখবেন না। লাঞ্চের সময় (ছোট ভাই থাকলে) বা অন্য কাউকে দোকানে বসিয়ে আপনি লাঞ্চ সারবেন। ★কাস্টমারের সাথে সুন্দর, নম্র আচরণ করুন। ★এছাড়া বাড়তি কিছু আইটেম রাখবেন যেমন: মোবাইল স্ক্যাচ কার্ড, ফ্লেক্সিলোড, বিকাশ। (ফ্লেক্সিলোড, বিকাশ না রাখাই ভাল এগুলোতে লাভ কম কিন্তু ঝামেলা বেশি। শুধু কাস্টমার গুলো ধরে রাখার জন্য) ★কিছু ইলেক্ট্রিক জিনিস পত্র মোবাইল চার্জার, হেডফোন, ছোট ছোট সাউন্ড বক্স ইত্যাদি রাখুন।  এছাড়া চাহিদা অনুযায়ী সকল অনলাইন সার্ভিস দিন জাতে আপনার দোকানের পপুলারিটি বৃদ্ধি পায়। আশা করি আপনি এতে সফল হবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ