শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

হ্যা শুক্রানুর পরিমান কমে যাবে, উৎপাদন হবে ঠিকি কিন্তু ধরে রাখার ক্ষমতা থাকবে না  তাই অনাকাঙ্ক্ষিত ভাবেই শুক্রপাত (বীর্যপাত)হবে। যার কারনে বীর্যে থাকা শুক্রানুর পরিমান কম থাকবে।  ধজভঙ্গ হলে শুক্রানু উৎপাদন করাও কমে যাবে কেনো না তখন শারীরিক ভাবে খুবেই দুর্বল থাকবে এবং  ভিটামিন আয়রন ও ক্যালসিয়াম এর ঘটতি দেখা দিবে যার কারনে শুক্রানু ও বীর্য তৈরির পরিমান কমে যাবে  আসতে আসতে । ও বীর্য পাতলা হবে ও সেখানে পর্যাপ্ত শুক্রানু থাকবে না।

আশা করি  বুঝ পারছেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ