Call

সামনের দাতগুলো কাজে লাগে খাবার ছিড়তে আর টুকরো করতে। কারণ এগুলো ধারালো আর পাতলা। আর অবস্থানও মুখের একেবারে সামনের দিকে। আর চাপার দাতগুলো কিছুটা ভোতা আর মোটা। এগুলো দিয়ে আপনি খাবার চিবাতে পারবেন। যেটা সামনের দাত দিয়ে করার সম্ভব না। তাছাড়া সামনের দাত দিয়ে চিবাতে গেলে খাবার বাহিরে পরে যাবার সম্ভাবনা আছে। আর ভিতরের দাত দিয়ে চিবালে তেমন কিছু হবার সুযোগ নেই। এক কথায় দাতের গঠন, অবস্থান আর আকার আকৃতির কারণেই আপনি সামনের দাত দিয়ে খাবার চিবাতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Joy

Call

আমাদের দাঁত কে 5টি ভাগে ভাগ করা হয়ে যেমন কর্তন দাঁত,ছেদন দাঁত,অগ্রপেষন,পেষন এবং আক্কেল দাঁত আর আমাদের সামনের দাঁত গুলো ব্যাবহার করা হয় কোন কিছু কাটতে এবং আমরা অগ্রপেষন দাঁত দিয়ে ভাত খাই কারন এই দাত গুলোর কাজ চর্বণ এবং পেষন উভই করা তাই আমরা পেছনের দাঁত গুলো দিয়ে খেতে সাচ্ছন্দ বোধ করি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ