শেয়ার করুন বন্ধুর সাথে

Call

ইসলাম বলে যেকোন হালাল পশু কুরবানি দেওয়া যাবে । যেকোন লিঙ্গের হওয়া যাবে । সুতরাং মেয়ে ভেড়া কুরবানি দেওয়া যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আট প্রকার পশু দ্বারা কুরবানী সর্বসম্মতি ক্রমে জায়েজ তা হলো।

(১) ভেড়া বা দুম্বা।
(২) ছাগল।
(৩) গরু।
(৪) উট।

এগুলোর প্রত্যেকটির নর ও মাদি দিয়ে  কুরবানী দেওয়া যাবে।

সূরা মায়িদার ১ নং আয়াতে বলা হয়েছে। অর্থাৎ তোমাদের জন্য চতুষ্পদ জন্তু খাওয়া হালাল করা হলো।

কোরআনে‎র বানীঃ বল: ‘নর দুটিই কি তিনি নিষিদ্ধ করেছেন’ অর্থাৎ মুশরিকরা নিজের পক্ষ থেকেই কোন কোন পশুকে হারাম করে নিত, সে ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন যে, আল্লাহ তাআলা কি ঐ পশুগুলোর নর অথবা মাদী কিংবা সেই বাচ্চাদের হারাম করেছেন, যা মাদীর পেটে থাকে? অর্থাৎ আল্লাহ তাআলা এসব কোন কিছুই হারাম করেননি।

(রেফারেন্স সুরা আল আনআমঃ ১৪৪)


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ