Call

১৫-২০% চার্জ থাকা অবস্থায় চার্জ দেওয়াই উত্তম।

Talk Doctor Online in Bissoy App

মোবাইলে ২৫% চার্জ থাকা অবস্থায় চার্জ দেওয়া সবচেয়ে ভাল।

Talk Doctor Online in Bissoy App

অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রয়েডের চার্জ সবসময় অর্ধেকের বেশি রাখা উচিত ৷ মানে ৫০% এর উপরে রাখতে হবে ৷ এবং কখনোই ২০% এর নিচে নয়! আবার পুরোপুরি ১০০% ও নয় !! চার্জ সবসময় ৪০% – ৮০% এর মধ্যে রাখার চেষ্টা করবেন ৷ তাহলে আপনার ব্যাটারিকে করতে পারবেন দীর্ঘমেয়াদি! পুরো চার্জ শেষ করবেন না অনেকেই ভাবেন পুরোপুরি চার্জ শেষ করে আবার প্রথম থেকে ১০০% চার্জ করে ইউজ করলে মনে হয় ফোনটা ভাল সার্ভিস দিবে ৷ ভুল ভাবছেন বস! লিথিয়াম বেইসড ব্যাটারিগুলো তৈরি করা হয়েছে এইভাবে যাতে আপনি বারবার চার্জ করতে পারেন ৷ তবে অনেক অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ মতে, মাসে একবার পুরোপুরি চার্জ শেষ করে তারপর ফুল চার্জ করলে ব্যাটারি লাইফ হেলদি হবে ৷ ("আমিই হব অ্যান্ড্রয়েড হিরো" অ্যাপস অবলম্বনে)

Talk Doctor Online in Bissoy App

বর্তমান মোবাইল গুলো আধুনিকতার ছোয়া লেগেছে। এখনকার মোবাইল আগের থেকে বেশি শক্তিশালী। তাই আপনার যখন প্রয়োজন তখনই চার্জ দিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App