যেসব রোবট মূলত মূর্তি (মানুষ বা কোনো প্রাণীর অবয়বে বানানো) তা ব্যবহার সম্পূর্ণ হারাম। কেননা কোনো প্রাণীর মূর্তি নির্মাণ করা ইসলামী শরিয়তে কঠিন কবিরা গুনাহ ও হারাম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে— ‘তোমরা পরিহার কর অপবিত্র বস্তু অর্থাৎ মূর্তিসমূহ এবং পরিহার কর মিথ্যাকথন।’ (সূরা হজ : ৩০)।

এ আয়াতে পরিষ্কারভাবে সব ধরনের মূর্তি পরিত্যাগ করার এবং মূর্তিকেন্দ্রিক সব কর্মকাণ্ড বর্জন করার আদেশ দেওয়া হয়েছে। তবে রোবট যদি কোনো প্রাণী অবয়বে না বানানো হয় তাহলে তা ব্যবহার করা জায়েজ হবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ