Share with your friends
Call

Rag day অর্থ শিক্ষা জীবনের শেষ দিন । এবং আরো অন্য অর্থে বলা হয় ছেলেমেয়েদের সাপ্তাহিক হৈহুল্লোরের দিন এটি ।

Talk Doctor Online in Bissoy App

র‌্যাগ ডে আর স্কুল কলেজের শেষ দিন এক নয়। স্কুল কলেজের শেষ দিন হল সমাপনী। আর র‌্যাগ হল-ইন্টারনেট ঘেঁটে যতদূর জানা যায়, এটি সম্ভবত গ্রীক কালচার। সপ্তম-অষ্টম শতকে খেলার মাঠে টিম স্পিরিট নিয়ে আসার জন্য র‌্যাগিংয়ের প্রচলন শুরু হয়। র‌্যাগ শব্দটি মূলত ইংরেজি র‌্যাগিং থেকেই এসেছে। আর ইউরোপে প্রচলন ঘটে অষ্টম শতকের মাঝামাঝি। ১৮২৮-১৮৪৫ সালের দিকে র‌্যাগ সপ্তাহের প্রচলন ঘটে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে। বিশেষ করে ছাত্র সংস্থা- পাই, আলফা, বিটা, কাপ্পা এই সপ্তাহটির প্রচলন ঘটাতে বড় ভূমিকা নিয়েছিল। তবে আরো মজার ব্যাপার, ইউরোপ-আমেরিকায় এর যাত্রা হলেও বর্তমানে আমাদের এশিয়াতেই এর ব্যবহার সর্বাধিক।

তথ্যসূত্র

Talk Doctor Online in Bissoy App
  • শব্দার্থঃ 'Rag' শব্দের অর্থ 'গোলমাল' বা 'হৈহুল্লোড়' আর 'Day' শব্দের অর্থ 'দিন' বা 'দিবস'। সুতরাং, 'Rag Day' শব্দের অর্থ 'হেহুল্লোড়ের দিন' বা 'গোলমাল দিবস'। একে 'টেনা দিন'ও বলা হয়ে থাকে।
  • সংজ্ঞাঃ বছরের যে দিনটি ছাত্রছাত্রীদের বাৎসরিক হৈহুল্লোড়ের দিন, তাকে টেনা দিন, গোলমাল দিবস বা Rag Day' বলে। ধন্যবাদ।
Talk Doctor Online in Bissoy App

আনন্দের দিন ।

Talk Doctor Online in Bissoy App