মানে জানতে চাচ্ছি যে, SSC পাস করলে এক কথায় বলে থাকি ছেলেটি বা মেয়েটি মেট্রিক পাস করেছে ৷ HSC পাস করলে ইন্টার পাস করেছে ৷ তারপরে Hons কিংবা Degree এইসব আসে ৷ SSC, HSC উপরে এককথায় যে বলা হয়েছে ওরকম কীভাবে বলে যারা Hons, Degree করেন তাদেরকে ৷
Share with your friends

Call

বিজ্ঞান থেকে অনার্স বা ডিগ্রি করলে বিএসসি মানবিক থেকে বিএ বা বিএসএস আর কমার্স থেকে বিবিএস বা বিবিএ

Talk Doctor Online in Bissoy App