আসলে কোন গদ্য বা পদ্য থেকে প্রশ্ন আসবে তা বলা যায়না। তাই সবগুলো পড়ে গেলে ভালো হয়। 

Talk Doctor Online in Bissoy App
Call

সবগুলো গদ্য পদ্যই পড়তে হবে। কোনোটা বাদ রাখা যাবে না। তবে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি । গদ্য: পল্লিসাহিত্য, উপেক্ষিত শক্তির উদ্বোধন, শিক্ষা ও মনুষ্যত্ব, মমতাদি, পয়লা বৈশাখ, একাত্তরের দিনগুলি, সাহিত্যের রুপ ও রীতি ........ কবিতা: কপোতাক্ষ নদ, অন্ধবধূ, মানুষ, সেইদিন এই মাঠ, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনত এ শব্দটি কিভাবে আমাদের হলো .. .... এগুলো থেকেই যে প্রশ্ন আসবে এর কোনো নিশ্চযতা নেই, এগুলো ধারনা মাত্র

Talk Doctor Online in Bissoy App
ORFahad

Call

এস,এস,সি পরীক্ষা সব গদ্য ও পদ্য থেকে প্রশ্ন করা হয় না। কিছু কিছু বাদ দেওয়া হয়েছে। তাছাড়া আপনি বাংলা ১ম পএ গাইডে দেখবেন সবগুলো গদ্য ও পদ্য এর সৃজনশীল নাই। অথ্যার্ৎ  গদ্য থেকে ১৫ টি পদ্য থেকে ১৫।  

গদ্যসমূহঃ  

  1. সুভা
  2. বই পড়া 
  3. অভাগীর স্বর্গ
  4. পল্লিসাহিত্য
  5. আম আটির ভেপু
  6. উপেক্ষিত শক্তির উদ্ভোধন
  7. শিক্ষা ও মনুষ্যত্ব
  8. প্রবাস বন্ধু
  9. মমতাদি
  10. পহেলা বৈশাখ
  11. একাওরের দিনগুলি
  12. সাহিত্যের রূপ ও রীতি
  13. নিয়তি
  14.  মানুষ মুহাম্মদ সঃ
  15. নিমগাছ 
পদ্যসমূহঃ 
  1. বঙ্গবাণী
  2. কপোতাক্ষ নদ
  3. জীবন সঙ্গীত
  4. জুতা আবিষ্কার
  5. ঝর্নার গান
  6. মানুষ
  7. সেইদিন এই মাঠ
  8.  পল্লিজননী
  9. আশা
  10. আমি কোনো আগন্তুক নই
  11. তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা 
  12. আমার পরিচয়
  13. স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
  14. সাহসী জননী বাংলা
  15. রানার   
বিিঃ দ্রঃ এগুলো ছাড়া গাইডে অন্য গুুলো গাইডে পাবেন না।তাছাড়াও এগুলো আমাদের স্যারেরা বলছেে।আমিও এবার এসএসসি পরীক্ষাথী।একটা প্রয়োজনে বিষ্ময়ে এসেছি দেখছি আপনার  প্রশ্নটি। আশা করি আপনি জানেন এখন আমাদের সময় গুলো কত গূরুত্বপূর্ন। তাই মূল্যবান সময় ব্যয় করে উওর করেছি। আমার  দোয়া করবেন!!! যাতে৷৷  ভালো রেজাল্ট করতে পারি
Talk Doctor Online in Bissoy App