যদি বাকি সাব্জেক্ট গুলোতে ন্যূনতম সি (c) পেয়ে থাকেন, তবে ঐগুলোর পরীক্ষা আবার দিতে পারবেন। অন্যথায় পারবেন না।

যদি সি বা তার নিচের গ্রেডের বিষয়গুলোতে পরীক্ষা দিয়ে ফেল করেন বা বর্তমান গ্রেডের চেয়ে কম পান তবে সেটা ধরা হবে না। মানে, সর্বোচ্চ রেজাল্টটাই কাউন্ট হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ