শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আসলে বন্ধ্যত্ব থাকা কালিন বাবা হওয়া সম্ভব হয় না আর এই বান্ধ্যত্ব হওয়ার মূলত কারন গনোরিয়া বা সিফিলিস ও ধজভঙ্গ  এর কারনে।কিন্তু চিকিৎসায় সুস্থতা অর্জন করা যায়।তবে  সময় প্রয়োজন রয়েছে। আর মেহ /ধাতুক্ষয় ,/প্রমেহ , এসব এর কারনে তেমন সমস্যার কারন নাই বা বান্ধ্যত্ব হবে না তবে এসব হলে সন্তান নিতে বেশ সময়ের প্রয়োজন পরবে কেনো না  এতে বীর্য পাতলা ও শুক্রাণু পরিমান কমে যায়। এসব হলে আয়ুর্বেদী  চিকিৎসার মাধ্যমেই   সুস্থ্য হওয়া যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ