শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

বুঝতে পারছি আপনি পায়ের পাতার গর্তের কথা বলছেন আসলে এটি হতে পারে ব্যাক্টেরিয়া আক্রমণ এর কারনে,সব সময় কাদা মাটিতে পা রাখা,পা অপরিস্কার রাখা, ভিটামিন এর অভাবেও হয়ে থাকে যা খালিপায়ে চলাচল এর মাধ্যমে।  আপনি সব সময় স্যান্ডেল ব্যবহার করবেন। পা পরিস্কার করবেন।রাতে ঘুমাবোর আগে ডর্মাসিম ড্রপ পায়ের পাতায় লাগাবেন ২/৩ ফোটা । এভাবে ২/৩ সপ্তাহের মধ্যেই মিশে যাবে ইনশাআল্লাহ্‌ যদি পায়ে সব সময় স্যান্ডেল রাখেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ