যথাবিহীত সম্মানের সাথে আমার সমস্যাটির সমাধানে সবার কাছে অনুরোধ জানাই. আলো খারাপ দুদিক থেকেই,পড়ালেখায় ও জে খুব ভালো বা খারাপ তেমন না,মোটামুটি জে ছেলেটাকে সবাই নরমাল বলে জানে সেরকম,মানে মধ্যবিত্ত।কোনো নেশাপান করতাম না। সবসময় নরমাল ভাবে থাকার ফলে হোস্টেলের প্রায় সব বড় ভাইদের সাথে ভালো সম্পর্ক হতে থাকলো,এদের মাঝে একজন ছিলো উচ্চ পদের রাজনৈতিক  একজন বড় ভাই,তার সম্পর্কের মাধ্যমে স্থানীয় উচ্চপদের আরো ব্যাক্তিদের সাথে সুসম্পর্ক হতে থাকলো,সেকেন্ড ইয়ারে উঠতে উঠতে প্রায় নিজের এলাকার মত সাধীন একটা ফিল আসতে থাকে নিজের মধ্যে.ফ্রী ভাবে চলাফেরা করতাম.বিভিন্ন বিদায় অনুষ্ঠান,নবীনবরণ,,বিদায় অনুষ্ঠানে হোস্টেল এ অনেক জাকজমকের সাথে উদজাপন করা হতো,এখনো।বড় ভাই ছোট ভাই নীয়মের ভেদাভেদ ভেংগে সবাই মিলে বিশাল এক হল রুমে গান ছেড়ে জল পানি দিয়ে ভাসিয়ে সাংস্কৃতিক আনন্দ করা হয়,কেউ কেউ বন্ধুরা বন্ধুরা  মিলে একদিনে কিছু হবেনা কোনো মাদক সেবন করত,বন্ধুদের পাল্লায় পরে এমন ই ভাবে একদিন সিগারেট,একদিন গাজা,একদিন ইয়াবা,একদিন মদ সেবন করা হত,আমি বলে রাখি শুধু একদিন ই, এটা রেগুলার ছিলো না,তো ধরেন এ পরজন্ত এরকম ৬-৭ টা অনুষ্ঠানে এক এক অনুষ্ঠানে এক এক প্রকার মাদক নেয়া হলো,এ ছাড়া আর রেগুলার মাদক নেই না,তবে হঠাত হিঠাত বন্ধুদের পাল্লায় পরে গাজা সেবন করা হয়ে জায়,আর জেদিন গাজা খাওয়া হয় সেদিন সিগারেট ও খাওয়া হয়. এবার আসি পরের প্রসংগে,  আমি খুব রাত করে ঘুমাই,গড়ে ৩ টা বেজে জায় ঘুমাতে,কোনোদিন তো আলো ফোটার পর ঘুমাই,ঘুমের এই হেরফের এর কারনে শরীর সাস্থ শুকনা,এ কারনে পরিবার থেকে ভাবছে আমি মাদকাসক্ত,এবার ছুটিতে বাড়ি গেলে বলা আছে  আমার টেস্ট করা হবে,আমি কোনোভাবেই তাদের বুঝাতে পারছিনা আমি মাদকাসক্ত নই,একবার দুবার খাওয়ার কথাটাও সীকার করতে পারছিনা,আর একটা কথা ভূলে গিয়েছি সিগারেট টা খাওয়া হয় দিনে একবার দুবার,বলতে পারেন এটাই নেশা  আমার প্রশ্ন হলো,প্রায় ৩ মাস আগে সরবোশেষ হুইস্কি খাওয়া হইছে,আর আজ ক্যানেবীস খাওয়া হইছে,আমার বাড়ি জেতে আরো দুমাস বাকি, এর মাঝে জদি আমি আর কিছুর ধারে কাছে না জাই এসবের তাহলে কি কোনো প্রকার টেস্টে রেসাল্ট পজিটিভ রেজাল্ট আসবে?
Share with your friends