Share with your friends
Arman

Call

কোনো সারির বাম থেকে ডানদিকে যত যাওয়া যায় ততই পরমাণুর আকার হ্রাস পায় কারণ একই সারিভুক্ত পরমাণুর পর্যায় একই থাকে এবং বাম থেকে ডানে যত যাওয়া যায় ততই প্রোটন ও ইলেকট্রন বৃদ্ধি পায়। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আকর্ষণ বলে পরমাণু সংকুচিত হয়। একই সারির পরমাণুসমূহের যার যত বেশি ইলেকট্রন থাকবে নিউক্লিয়াস তাকে তত বেশি বলে আকর্ষণ করে এবং আকার তত হ্রাস পায়। এখানে Mg²+ এর  ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে অধিক বলে আকর্ষণ করবে যার কারণে এর আকার সবচেয়ে ছোট হবে। তাই  Mg²+এ ব্যাসার্ধ  ছোট হবে

Talk Doctor Online in Bissoy App

আমরা জানি, পর্যায় সারণির উপর থেকে নিচে প্রতিটি পর্যায়ে একটি করে কক্ষপথ বৃদ্ধি পায়। ফলে উপর থেকে যত নিচে যাওয়া যায়, তত ইলেকট্রন এর পরিমাণ বাড়তে থাকে ও মৌলের আকারও বাড়তে থাকে। Mg2+ আয়নে ইলেকট্রন সংখ্যা ১০ টি যা দুটি পর্যায়ে বিন্যস্ত থাকে।  আর Ba2+ এর ইলেকট্রন সংখ্যা ৮৬ যার কক্ষপথ সংখ্যা ২ এর চেয়ে অনেক বেশি। এজন্য Mg 2+ আয়নের আকার তুলনামূলক ছোট।

Talk Doctor Online in Bissoy App