কে না জানে তিন বর্ণে নাম এক তার কে বলিতে পারে,
গৃহ ছাড়া থাকে না সে সবে লোকে চিনে তারে।
আদি বর্ণ ছেড়ে দিলে পানি যে গড়িয়ে পড়ে,
মধ্যম ছাড়িতে তাতে পানি রাখা যায়।
শেষ বর্ণ ছাড় যদি জ্ঞানের মশাল,
ইহা বিনা ধরাতলে সকলি বেতাল।
বলুন তো জিনিস টি কী? (ব্যাখা সহ উত্তর করবেন)
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার উত্তরটি হবে জানালা। এটি ঘরে থাকে আদি বর্ন ছেড়ে দিলে হয় নালা। মাঝখানের বর্ন বাদ দিলে হয় জালা যা কোনো কিছু রাখতে ব্যাবহৃত হয়। শেষ বর্ন বাদ দিলে হয় জানা জ্ঞানের মশাল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ