শেয়ার করুন বন্ধুর সাথে
NH Nahid

Call

বিসিএস এর পুরো অর্থ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। আর বিসিএস পরীক্ষা হচ্ছে এই সিভিল সার্ভিসে ঢোকার জন্যে যে পরীক্ষা দেওয়া হয় সেইটা। সিভিল সার্ভিস হচ্ছে সরকারী চাকুরি। যে কোন দেশে সরকারী চাকুরি মোটামুটি দু ভাগে বিভক্তঃ মিলিটারি আর সিভিল। মিলিটারি বলতে আর্মি,নেভি, এয়ারফোর্স বোঝায়, আর সিভিল সার্ভিস বলতে প্রশাসন (মানে যাঁরা ম্যাজিস্ট্রেট, জেলার ডিসি, মন্ত্রনালয়ের সচিব এসব হন), পুলিশ, ট্যাক্স , পররাষ্ট্র, কাস্টমস ,অডিট , শিক্ষা ইত্যাদি ২৭টি সার্ভিসকে বোঝায়। ক্যাডার মানে হচ্ছে কোন সুনির্দিষ্ট কাজ করার জন্যে বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল। সরকারী চাকুরির সুনির্দিষ্ট দায়িত্ব পালন করতে নিয়োগপ্রাপ্তদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়, তাই এদের সিভিল সার্ভিস ক্যাডার বা বিসিএস ক্যাডার বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিসিএস (BCS) এর পূর্ণরূপ হল বাংলাদেশ সিভিল সার্ভিস (Bangladesh Civil Service)। এটি একটি ১ম শ্রেণির সরকারি চাকরির পরীক্ষা। এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়,তাদেরকে বিসিএস ক্যাডার বলা হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাংলাদেশ সিভিল সার্ভিস (সংক্ষিপ্ত রুপ বিসিএস নামে সর্বাধিক পরিচিতি) হল বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস। এটি প্রাক্তন সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস অব পাকিস্তানথেকে উদ্ভূত হয়েছে, যা উপনিবেশিক শাসনামলের ব্রিটিশ সম্রাজ্ঞী নিয়ন্ত্রিত ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উত্তরসূরি ছিল। স্বাধীনতার পর থেকে এটি সিভিল সার্ভিস অধ্যাদেশের দ্বারা বাংলাদেশ সিভিল সার্ভিস হিসাবে পরিচিতি হয়। এর মূলনীতি ও পরিচালনা পরিষদ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত হয়।বিসিএস এর ক্যাডার সংখ্যা হল ২৬টি।

১৪টি সাধারণ ও ১২টি পেশাগত/কারিগরি, সর্বমোট ২৬টি ক্যাডার রয়েছে।

সাধারণ ক্যাডার
  1. বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
  2. বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)
  3. বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)
  4. বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)
  5. বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)
  6. বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)
  7. বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)
  8. বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)
  9. বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
  10. বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)
  11. বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
  12. বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
  13. বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)
  14. বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)
প্রফেশনাল ক্যাডার
  1. বিসিএস (সড়ক ও জনপথ)
  2. বিসিএস (গণপূর্ত)
  3. বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল)
  4. বিসিএস (বন)
  5. বিসিএস (স্বাস্থ্য)
  6. বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
  7. বিসিএস (প্রাণিসম্পদ)
  8. বিসিএস (মৎস)
  9. বিসিএস (পরিসংখ্যান, গবেষণা কর্মকর্তা)
  10. বিসিএস (কারিগরী শিক্ষা)
  11. বিসিএস (কৃষি)
  12. বিসিএস (সাধারণ শিক্ষা)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ