আমার বিভিন্ন সময়ে কারণে-অকারণে টিভি দেখলে বা ঘুম একটু ব্যতিক্রম হলে মাথাব্যথা শুরু হয়। মাথাব্যথা কয়েকদিন পর্যন্ত থাকে টাফনিল খেলে কখনো কখনো ঘন্টাখানেক পর ভালো হয় পরে আরেকদিন আবার‌ও শুরু হয়। তখন আমি একটি সরকারি হাসপাতালে ডাক্তার কে দেখালাম তিনি আমাকে এই ওষুধগুলো দিলেন এখন আমি বুঝতে পারছি না এখানে কিসের ওষুধ আছে এবং কেন। অর্থাৎ আমি জানতে চাইছি কোন ওষুধের কাজ কি আর আমি কি এগুলো রেগুলার খাবো? সরকারি ডাক্তার হিসেবে ভিড়ের কারণে আমি এসব বিষয়ে জিজ্ঞেস করতে পারেনি তাই আপনাদের সাহায্য চাচ্ছি। ‌
শেয়ার করুন বন্ধুর সাথে