কীভাবে রুডের(./''') যোগ,বিয়োগ,গুণ,ভাগ করা হয়।রুডের যত নিয়মের অংক আছে সেগুলো একটু বলতে পারবেন।জানা থাকলে উত্তর দিন।
Share with your friends

√ এর যোগ ও বিয়োগ স্বাভাবিক নিয়মে করা যায় না। এর জন্য দুটোর বর্গমূল আলাদা ভাবে বের করে যোগ করতে হবে।

যেমনঃ-

√16 +√9 = 4+3 = 7

√16-√9 = 4-3 =1

তবে গুণ ও ভাগের ক্ষেত্রে নিয়মঃ-

  • √a × √b = √ab

√12 × √3 = √36 =6

  • √a÷√b = √(a/b)

√12÷√3 = √(12/3)=√4 =2


Talk Doctor Online in Bissoy App

আপনি যা চাচ্ছেন তা লিখে শেষ করা যাবে না। তবে, রুটের যোগ বিয়োগ গুন ভাগ খুবই সহজ। যেমন, রুট2 + রুট2 = 2রুট2 হয়, রুট2 * রুট2 = 2 বা (রুট2)^2 হয়, রুট3 - রুট2 = রুট3-রুট2 হয়, রুট3 / রুট2 = রুট3/রুট2 হয়। আপনি একজন ভালো গনিত স্যার নিন।

Talk Doctor Online in Bissoy App