শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এক ডেক প্লেয়িং কার্ডে জোকার বাদে ৪ স্যুটের মোট ৪ X ১৩ = ৫২টি কার্ড থাকে। অর্থাৎ প্রত্যেক স্যুটে আবার ১৩টি করে কার্ড থাকে। প্রত্যেক কার্ডে একটি সংখ্যা আর একটি করে প্রতীক আঁকা থাকে। এক স্যুটের ১৩টি কার্ডের সাংকেতিক চিহ্নগুলো হলো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, J, Q, K, A এবং প্রতীকগুলো হলো ইস্কাবন (), হরতন (), রুহিতন () এবং চিরাতন ()। কার্ডের চারটি প্রতীক পঞ্চদশ শতকের সমাজের বিভিন্ন শ্রেণীর পরিচয় বহন করে। ইস্কাবন ইংরেজিতে স্পেড নামে পরিচিত যা সৈন্যের প্রতীক । স্পেড শব্দটি এসেছে স্প্যানিশ স্পাডা থেকে। যার অর্থ তরবারি। হার্টস বা হরতন হলো পাদ্রিদের প্রতীক। আগে প্রতীকটির আকার ছিল পান পাতার মতো। পরে অবশ্য সেটা পরিবর্তন হয়ে হার্ট বা হৃৎপিণ্ডের আকার পায়। রুহিতন ডায়মন্ড নামে পরিচিত। ডায়মন্ডস হলো ধনী শ্রেণীর প্রতীক। তখনকার সময়ে এরা ছিলো শাসক শ্রেণী। ডায়মন্ডস দিয়ে তাদের ধনদৌলত-ঐশ্বর্য কে বোঝানো হতো। চিরাতন বা ক্লাবস বলতে বোঝানো হতো গরিব মানুষদের। ইংরেজি ক্লাবের বাংলা হলো মুগুর। গরিব শ্রেণীর মানুষের মুগুরই সম্বল এরকম একটা অর্থ বহন করে এই কার্ডটি। আমরা সবাই জানি যে ৫২ টা কার্ডের ৫৩ টা খেলা রয়েছে। তবে সেই ৫৩ টা খেলার সব গুলোর নাম জানা না থাকলেও, আমাদের সবার কাছেই মোটামুটি পরিচিত কার্ডের কিছু বিখ্যাত খেলা হলোঃ ইন্টারন্যাশনাল ব্রীজ বা আই বি, থ্রি কার্ড, লেম্বু, টুয়েন্টি নাইন, ব্রে/হার্টস, নাইন কার্ড, হাজারী, ফ্যাশন, পোকার, দশের ডাক বা টেন, ফাইভ কার্ড, কল ব্রীজ, কাইট, জোড়া মিলানো, স্পাইডার, স্পেড টার্ম, কন্ট্রাক্ট ব্রীজ, ৩ কার্ড, ৯ কার্ড ইত্যাদি। খেলার ধরণ অনুযায়ী কার্ডের মানের ভিন্নতা পরিলক্ষিত হয়। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ