আমার আজ থেকে প্রায় ২ মাস আগে শরীর গরম হওয়া শুরু হয়েছিল।এটা দিনে ও রাতে হঠাৎ করে হয়ে থাকে বিশেষ  করে ঘুম থেকে ওঠার পর।কিন্তু আবার আপনা আপনি ঠিক হয়।আমি প্রথমে ভেবেছিলাম হয়ত জ্বর হয়েছে তাই নাপা ট্যাবলেট খেতে শুরু করি কিন্তু তবুও ভাল হচ্ছিলনা তাই ৭ টা এন্টিবায়োটিক কিনে খাই।তারপরেও এরকম থাকায় আমি জেলা সদর হাসপাতালে যাই কিন্তু ওখানে প্রুচুর ভির থাকায় ডাক্তার আমাকে ভালভাবে দেখতে পারেনি এবং প্রথমত ওখানে কিছু জ্বরের মেডিসিন দেয়,তারপরেও অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় ১৪ টা এন্টিবায়োটিক ও নাপা এক্সট্রার প্রেস্ক্রাইব করে।ওগুলাও ৭ দিন খেলাম কিন্তু সেই আগের মতই অবস্থা রয়ে গেল।তারপর আমি দ্রুত মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাই।তারপর উনি আমাকে বলে ইনফেকশন এর কারনে নাকি এটা হচ্ছে।এবং আমি এখনো ওনার দেওয়া মেডিসিন গুলাই ট্রাই করতেছি।তবু এখনো মাঝে মাঝে এরকম শরীর গরম হয়।কিন্তু থার্মোমিটারে ৯৮ ডিগ্রি ফারেনহাইট এর উপর ওঠে না।হয়ত শরীরের তাপমাত্রা প্রথমেই মাপা উচিত ছল তাহলে হয়ত এত গুলা এন্টিবায়োটিক খাওয়া লাগত না।আমি রক্তও পরিক্ষা করাইছিলাম এবং সেই প্রথমের ব্যস্ত ডাক্তারটা  বলেছিল প্রসাবে নাকি ইনফেকশন।কিন্তু এর সাথে শরীরের তাপমাত্রার সম্পর্ক বুঝলামনা।যাহোক,এখন আপনাদের মতামত আশা করছি সেইসাথে সমাধানের উপায়।          
শেয়ার করুন বন্ধুর সাথে