শাওমির অনেক ক্লোন সেট বের হয়েছে বাজারে।  সেগুলো গরম হয়ে যায় আর ফেটে যায়। তবে বেশী ইউজ করলে যেকোনো মোবাইল গরম হয়ে যায়। আমি নিজে স্যামসাং s9+ ব্যবহার করি। আর তা ৩-৪ ঘন্টা ব্যবহার করলে হালকা গরম হয়ে যায়।  শাওমি রেডমি নোট ৮ আমার মতে ভালো মানের মোবাইল। আর এটির ক্যামেরা এর সবচেয়ে বড় আকর্ষণ। তাই আপনই এই মোবাইল ইউজ করতে পারেন

Talk Doctor Online in Bissoy App
Ronu

Call
প্রথমে ফোনটির কিছু স্পেসিফিকেশন দেখে নিই। যেমনঃ

Connectivity

Network 2G, 3G, 4G support ✅
SIM Dual Nano SIM
WLAN ✅ Wi-Fi direct, Wi-Fi hotspot
Bluetooth ✅ v4.2, A2DP, LE
GPS ✅ A-GPS, GLONASS, BDS
Radio ✅ FM
USB v2.0
OTG
USB Type-C
 

Body

Style Full-View Minimal Notch
Material Gorilla Glass 5 front & back
Water Resistance
Dimensions 155.6 x 75.6 x 7.7 millimeters
Weight 190 grams
 

Display

Size 6.3 inches
Resolution Full HD+ 720 x 1520 pixels (409 ppi)
Technology IPS LCD Touchscreen
Features Multitouch
 

Back Camera

Resolution Dual 48+8+2+2 Megapixel
Features PDAF, LED flash, f/1.9 & f/2.2, 1.12 & 1.12 µm, 1/3.1″ & 1/5″, depth sensor, 120° ultra wide-macro camera, live focus & more
Video Recording Full HD (1080p)
 

Front Camera

Resolution 13 Megapixel
Features In-display flash, f/2.0, HDR, bokeh & more
Video Recording Full HD (1080p)
 

Battery

Type and Capacity Lithium-ion 4000 mAh
Fast Charging ✔18W fast charging
 

Performance

Operating System Android Oreo v9.0 (Experience MIUI)
Chipset Qualcomm Snapdragon 665 (11nm)
RAM 4 GB
Processor Octa core, 2.0 GHz
GPU Mali-T830 MP1
 

Storage

ROM 64 GB
MicroSD Slot
✅ up to 256 GB (dedicated slot) 

এগুলোই key specification ফোনের সবকিছুই up to date but ফোনের ব্যাটারি ফোনের জন্যে উপযুক্ত হয়নি ফোনের ব্যাটারি 4000 mAh যা মোটামুটি মানের৷ নরমাক ইউজ এ ভালোই চলবে তবে যদি হেভি ইউজ করেন তাহলে চার্জ ব্যাক আপ কমপাবেন। ফোনের Camera, storage, processor সবকিছুই ভালো। যদি হাইপার গেমিং করেন তাহলে Xiaomi Redmi Note 8 Pro কিনতে পারেন৷ তবে Xiaomi Redmi Note 8 এর রিভিউ এর কমেন্ট গুলো পজেটিভ। যদি আপনার পছন্দ হয় তাহলে নিতে পারেন।
শাওমি ফোনে Snapdragon chipset গরম একটু হালকা হয়। হেভি ইউজে গরম হলেও তা সহনীয়। ফোন ব্লাস্ট হওয়া যেকোন ফোনেই হতে পারে এর সঙ্গে শুধু শাওমি নয়। স্যামসাং, অ্যাপল এগুলোর ফোনেও হয়। তবে ব্লাস্ট হওয়ার পেছনে ফোন নয় মানুষই দায়ী।
  1. ফোনে চার্জে বসিয়ে ব্যবহার করা।
  2. ড্যামেজ হওয়ে যাওয়া ব্যাটারি দীর্ঘ দিন ব্যবহার করা।
  3. নিরাপদ নয় এমন সার্কিট এ সংযোগ করার ফলে এরকম হয়।
  4. নিম্নমানের ইলেট্রনিকস ও হার্ডওয়্যার পার্টস (এই ফোনের হার্ডওয়্যার পার্টস অনেক ভালো।)
ফোন ব্লাস্ট যে হবে এমন কোন নিয়ম নেই। ফোনের উপরোক্ত কারণে ব্লাস্ট হতে পারে। তবে শাওমির কিছু ক্লোন ফোন আছে যেগুলো ব্লাস্ট হতে পারে। বর্তমানে অফিসিয়াল Xiaomi Redmi Note 8 কিনতে শাওমি এর শো রুম থেকে কিনে নিন।
Talk Doctor Online in Bissoy App